‘কাপ্তাই বিএফআইডিসি ইউনিটকে আরো আধুনিকয়ন করা হবে’

144

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

বিএফআইডিসি এলপিসি(লাম্বার প্রেসেসিং কমপ্লেক্স)কাপ্তাই ইউনিটকে মাষ্ঠার প্ল্যান্টের মাধ্যমে আরোও অধুনিকয়ন করা হবে। শুক্রবার(২০অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান মো.নাসির উদ্দীন আহমেদ(অতিরিক্ত সচিব) কাপ্তাই এলপিসি ইউনিট শাখা পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা উল্লেখ করেন।

এ সময় বনশিল্প চেয়ারম্যান কাপ্তাই এলপিসি শাখা সকল কার্যক্রম নিজে ঘুরে দেখেন বং বলেন আমাদের বিশাল নিজস্ব সম্পত্তি পরিত্যক্ত পড়ে আছে। আমরা মাষ্ঠার প্ল্যান্টের মাধ্যমে খালি জমি কাজে লাগিয়ে আরোও রাজস্ব বৃদ্বি করার পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে এলপিসি কারখানা বিভিন্ন সরকারি /বেসরকারি প্রতিষ্ঠানকে ফার্নিচার (আসবাবপত্র) সরবরাহ করে ব্যাপক রাজস্ব আয় করেছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরাও কাজ করে চলছি। তিনি আরোও বলেন আমাদের ফার্নিচার ডিজাইনার ছিলনা ইতিমধ্যে আমরা প্রতিটি ইউনিটে ডিজাইনার নিয়োগের প্রক্রিয়া চলছে। বনশিল্প চেয়ারম্যান এলপিসি ইউনিট শাখা পরিদর্শনের আগে ২৩লাখ৯৬হাজার ৩৮৪টাকার জিএম অফিসের মেইন গেইট ও বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করে। এসময় উপস্থিত ছিলেন বিএফআইডিসি ঢাকা সদর দপ্তর মহা-ব্যবস্থাপক মো.ফারুক হোসেন(রাবার), মো.নাজমুল হক( চেয়ারম্যানের একান্ত সচিব),কাপ্তাই বিএফআইডিসি এলপিসি ইউনিট প্রধান সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়,বিলাশ কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপক(হিসাব),কারিগরী কর্মকর্তা জুয়েল হোসেনসহ এলপিসি ইউনিট কর্মকর্তা,কর্মচারী নেতৃবৃন্দ। কাপ্তাই এলপিসি ইউনিট প্রধান তীর্থ জিৎ রায় জানান আমরা মাস্টার প্ল্যান্টের মাধ্যমে পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আরোও আধুনিকয়নের মাধ্যমে বিভিন্ন জিজাইনার আসবাবপত্র তৈরি করার পরিকল্পনা আছে বলে জানান।