পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেত্রী মৈত্রী চাকমা

114

॥ স্টাফ রিপোর্টার ॥

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা।
সোমবার মহা নবমীতে এই বিএনপি নেত্রী আসামবস্থির শীতলা মাতৃমন্দির, তবলছড়ি কালি মন্দির, রিজার্ভ বাজারের আইচ ভবন ও গীতাশ্রম মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগঠক মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদল সদস্য মামুনুর রশীদ সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।