॥ স্টাফ রিপোর্টার ॥
এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট প্রতিযোগিতা-২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাঙামাটির জুরাছড়ি উপজেলার সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি সেনা জোন। সোমবার সেনা জোনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি তার মা বাবাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।