কাউখালীতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে জীপ উল্টে নিহত ১

100

॥ কাউখালী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গুচ্ছ গ্রাম এলাকায় জীপগাড়ি উল্টে গিয়ে বিপুল চাকমা (১৭) নামে ১ জন নিহত ও অপর ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন শুভ চাকমা (১৮), সুলক্ষণ চাকমা (১৮) সুজন চাকমা(১৯) সোহেল চাকমা (১৪) নোবেল চাকমা(২২),অরবিন্দু চাকমা(৩২) আহত সবার বাড়ি বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ বলেন, ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান থেকে ফেরার পথে আনুমানিক সাড়ে ১২টার দিকে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে জীপ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত বিপুল চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার স্বধর্ম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় রাত ১ টার সময় জীপগাড়ি ( চান্দের গাড়ি) বেতছড়ি নামক স্থানে পাহাড়ে উঠার সময় হটাৎ জীপগাড়ি ( ঢাকা- গ- ৯৭৭১) টি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে দৌড় দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১৫/২০ জনের মতো লোকজন আহত হয়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন দৌড়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন এবং গুরুতর আহতদের দ্রুত রাংগামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। রাংগামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত্যু ঘোষণা করেন। গুরু তর আহত বাকি ৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করছেন বলে জানা যায়।