॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটিতে বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাত্রীবাহী সিএনজি’কে চাপা দেওয়ার ঘটনায় জড়িত বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম মনিটরিং সেল ও কোতয়ালী থানা পুলিশের সদস্যরা চট্টগ্রামের পাঁচলাইশ থানার জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ এই তথ্য দেন (পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, কোতয়ালী থানার ওসি আরিফুল আমিনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাস চালককের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২/৭৫/৯৮/১০৫ ধারায় কোতয়ালী থানার মামলা নং- ৬ মূলে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার বেলা আড়াইটার সময় ভেদভেদী বাজারের পাশেই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণকাজে নিয়োজিত একটি ড্রামট্রাককে সাইট দিতে যাত্রীবাহি অটোরিক্সাটি রাস্তার পাশে দাড়ানোর সাথে সাথেই চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামি যাত্রীবাহি বিরতিহীন বাসটি (খাজা গরীবে নেওয়াজ, চট্টমেট্রো-জ-১১০০১৮) সিএনজি অটোরিক্সার পেছনে সজোড়ে ধাক্কা দিলে যাত্রীবাহি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২জন নিহত ও ৪জন আহত হয়। ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়।