॥ স্টাফ রিপোর্টার ॥
স্টার্টআপ রাঙামাটির অফিসিয়াল ওয়েবসাইটের শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটের উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
স্টার্টআপ রাঙামাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার সাজিদ-বিন-জাহিদ মিকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জাহিদ আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান ও রাঙামাটি পাবলিক কলেজের আইসিটি বিভাগের প্রভাষক আদনান পাশা সুজা উপস্থিত ছিলেন। স্টার্টআপ রাঙামাটির বোর্ড মেম্বারদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মো: ওয়াইছ উদ্দিন আকবর ও সাইদা জান্নাত।
এবিষয়ে ইঞ্জিনিয়ার সাজিদ-বিন-জাহিদ (মিকি) জানান, স্টার্টআপ ইকোসিস্টেম তৈরী করতে কাজ করবে স্টার্টআপ রাঙামাটি। রাঙামাটির বেশকিছু প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সাক্ষর করতে উদ্যোগ ও হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটিতে যেসকল নতুন উদ্যোগ গড়ে উঠছে তার মধ্য থেকেই কিছু সফল স্টার্টআপ দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তরুণ উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছেন তার সুফল সরাসরি আমাদের জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে। এছাড়াও রাঙামাটি শহরে তরুণ উদ্যোক্তাদের জন্য অচিরেই ওয়াইফাই জোন চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে পৌর মেয়র স্টার্টআপ রাঙামাটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।