॥ কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটি সেনা জোনের দুনির্বার এগার এর আয়োজনে কাউখালী উপজেলার নাইল্যাছড়ি প্রত্যন্ত এলাকায় বিনামুল্যে চিকিৎসা সহায়তা ও ফ্রি ওষধ বিতরণ করা হয়েছে। রোববার কাউখালী আর্মি ক্যাম্পের অধিনে আভিযানিক উন্নয়নমুলুক ও সামাজিক জনকল্যানমুলুক কার্যক্রমের অংশ হিসেবে নাইল্যাছড়ি পাহাড়ি এলাকায় দিনব্যাপি এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় রাঙামাটি সিএমএইচ এর চিকিৎসক মেজর গোলাম সারোয়ার শুভ, কাউখালী আর্মিক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আব্দুল আওয়াল হাশেমী, ওয়ারেন্ট অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম এবং মেডিকেল টিমের সহযোগিতায় স্থানীয় চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ বৃন্দ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন বলে জানান। বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন মোট ২৩৫ জন রোগী। তাদের মাঝে দুনির্বার এগার এর পক্ষ হতে বিনা মূল্যে ঔষধ পত্র প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। তারা বলেন সেনা বাহিনী যেন এই বিনা মূল্যে চিকিৎসা সেবা সহায়তা ও বিনামূল্যে ঔষদ প্রদান কার্যক্রম অব্যাহত রাখেন এটাই তারা প্রত্যাশা করেন বলে এবং তারা আরো বলেন পার্বত্যচট্টগ্রামে সেনাবাহিনী প্রত্যন্ত এলাকায় জনসাধারনের জানমালের নিরাপত্তা নিশচিন্ত করার জন্য কাজ করে যাচ্চেন বলে তারা জানান।