॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার বড়ইছড়ি নামক স্থানে গতকাল শনিবার ভোররাতে কঠিন চীবর দান অনুষ্ঠান থেকে ফেরার পথে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় ১ জন নিহত ২ জন গুরু তর আহত হওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয় ও বিভিন্ন সুত্রে জানা যায় উপজেলার কলমপতি ইউনিয়নের চৌধুরী পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে রাত সাড়ে তিনটার সময় সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে বড়ইছড়ি রাস্তার কালভার্টের নির্মাণ কাজচলমান পাশে বিকল্প কাঁচা সড়ক দিয়ে সিএনজি অটোরিকশা পার হওয়ার সময় অসতর্কাতার কারনে যাত্রী সহ সিএনজি অটোরিকশাটি নির্মাণ কালভার্টের নীচে পড়ে যায়। এ সময় রাতের বেলা এলাকার লোকজন খবর পেয়ে দৌড়ে এসে সিএনজি অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে দেখেন সিএনজি অটোরিকশা চালক হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।
অপরদিকে সিএনজিতে থাকা অপর দুই যাত্রীর অবস্থা গুরু তর দেখে রাতেই তাদের রাংগামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নিহত চালকের নাম অংসাজাই মারমা (২৪), পিতা থুইচামৌ মারমা, কোলাপাড়া,কাউখালী রাংগামাটি। আহতরা হলেন – পাইমুচিং মারমা (২৫) পিতা অংচিনু মারমা, লাছিথুই মারমা(২৩) পিতা চৌচিমং মারমা উভয় সাং কোলাপাড়া, কাউখালী রাংগামাটি পার্বত্য জেলা।
অপরদিকে নিহত সিএনজি অটোরিকশা চালকের লাশ নিহতের পরিবার রাতেই তাদের বাড়ি নিয়ে যায় বলে জানা যায়। পরে কাউখালী থানা পুলিশ খবর পেয়ে পরদিন শনিবার কোলাপাড়া গ্রাম হতে নিহত সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পোস্ট মরটেমের জন্য ঘটনা স্থলে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এরিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ নিহতের বাড়িতে লাশের জন্য অবস্থান করছেন বলে জানা যায়।