॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই ৪নং ইউনিয়নের আ’লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহ (৭৫) মঙ্গলবার দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রবন্ধ হয়ে নিজবাসা আফসারের টিলায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ২মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে যান। বুধবার (২৯নভেম্বর) সকাল ১১ আফসারের টিলায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করে কাপ্তাই নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত মো.জসিম উদ্দিন(ওসি)। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ হতে মৃত মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন চৌধুরী (সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার), উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নাছির উদ্দিনসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার লোকজন জানাযায় উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করে।