প্রাথমিক শিক্ষকদের রিটের উপর রুল জারি করেছে সুপ্রিম কোর্ট

436

auction_DS

ঢাকা ব্যুরো অফিস, ২৬ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি) : প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান ও শিক্ষক নেতা শরিফুল ইসলামের দায়েরকৃত প্রাথমিক শিক্ষকদের ননভ্যাকেশনাল সুবিধা প্রদানের জন্য করা রিটের শুনানি অনুষ্ঠিত হয়। রিট নং- ১১০৬৮/১৫।

২৫ জানুয়ারি ২০১৬, সোমবার শুনানি শেষে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও মো. বদরুজ্জামান (এনেক্স- ২৭) শুনানি শেষে সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করেন।

শিক্ষকদের পক্ষে শুনানি করেন ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যন এ্যাডভোকেট লুৎফর রহমান। রিটের আবেদনে বলা হয় অন্যান্য চাকুরীজীবিদের সাথে প্রাথমিক শিক্ষকদের ছুটি ও সুযোগ-সুবিধার কোনো পার্থক্য নাই বরং প্রাথমিক শিক্ষকরা কম ছুটি ও সুবিধা ভোগ করেন।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান