রাঙামাটিতে আগুনে ১২ দোকানীর কোটি টাকার ক্ষতি

140

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় আগুনে পুড়লো ১২টি দোকান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, রন চাকামার চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ পরিচালক মোঃ দিদারুল আলম জানান, অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন।