কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় জরিমানা

150

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝেরপাড়ায় এক ইটভাটায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়াস্থ প্রত্যন্ত পাহাড়ি এলাকায় মহামান্য হাইকোর্ট ডিভিশনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও আরএনসি নামক ইটভাটায় নতুন করে আগুন দেয়ায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টের্ট ও উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া কাউখালী থানার পুলিশ সদস্যদের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা আইন ( নিঃ) আইন -২০১৩ অনুযায়ী তিন লক্ষ টাকা জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

এ ব্যাপারে উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরীয়া বলেন, যে সকল ইটভাটার উপর মহামান্য হাইকোর্ট ডিভিশনের নিষেধাগ্যা দেয়া আছে কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশন হতে কোন আদেশ দেওয়া হয়নি সে সকল ইটভাটার উপর আমাদের নজরদারি অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে আমরা প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখব বলে তিনি জানান।