॥ স্টাফ রিপোর্টার ॥
বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর উদ্যোগে প্রতিষ্ঠানটির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট এ্যাডুকেশন কর্মসূচিসহ চলমান কম্পোনেন্টসমূহের কার্যক্রমে গতিশীলতা আননয়ণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর শনিবার রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলার ৭০ জন টিম লিডার ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান আনোয়ার আল হক।
ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান ও গবেষণা পরিচালক নুর মোহাম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও প্রশিক্ষক ছিলেন- প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহযোগী প্রতিষ্ঠান সিএইচটি উইমেন ফোরামের পরিচালক জুলেখা দেওয়ান ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির সদস্য মনির হোসেন।
উদ্বোধনী পর্বে জানানো হয়, সংস্থার মূল উদ্দেশ্য হলো সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে তাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্মার্ট এ্যডুকেশন কার্যক্রম সম্প্রসারণ করেছে। ইতোমধ্যে নতুন কর্মসূচির জন্য চট্টগ্রাম শহরে বিভাগীয় অফিস স্থাপন করা হয়েছে। এখন থেকে চট্টগ্রাম বিভাগীয় অফিস এবং রাঙামাটি রেজিস্টার্ড হেড থেকে যুগপৎভাবে সংস্থার কার্যক্রম পরিচালিত হবে।
কর্মশালার সংস্থার গবেষণা পরিচালক নুর মোহাম্মদ সিদ্দিকী জনান যে, প্রতিষ্ঠানটির তথ্য যোগাযোগ প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে তাদের ‘মাই ওয়েলফেয়ার অ্যাপ ও ওয়েবসাইট’ আপডেট করা হয়েছে। পরবর্তী আপডেট ভার্সন গুগল প্লে-স্টোর হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানের অ্যাসিস্টেন্ট কোম্পানি সেক্রেটারি মিটন চাকমা ও শারমিন আক্তারের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র কো-অর্ডিনেটর প্রোগ্রাম ও প্রজেক্ট অর্ডিনেটর জয়া চাকমা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সুভাষ ত্রিপুরা, ইলি মারমা, ইলিয়াস মাহমুদ, রিপন তঞ্চঙ্গ্যা, কৃষ্ণা দাস, বিপ্লব দাশ, মিতা চাকমা, মিচিংপ্রু মারমা ও সুমঙ্গল চাকমা।