॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে সনাতন যুব পরিষদের বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের অদূরে মায়াবি আইল্যান্ডে দিনবাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে দিনটি উদযাপন করেন সনাতন যুব পরিষদের নেতৃবৃন্দ।
আনন্দ ভাগাভাগি করে নিতে বনভোজনে উপস্থিত হন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদ্য বিদায়ী সভাপতি দীপংকর তালুকদার এমপি, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল কুমার ত্রিপুরা।
বনভোজনে সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নন্দন দেবনাথ, সভাপতি অজিত শীল, সাধারণ সম্পাদক রাজু শীল, বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক জনি দাশ, সদস্য সচিব দীপক দে সুমন, অর্থ সচিব রকি দেবনাথ, সনাতন যুব পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাকন দাশ, পৌর শাখার সভাপতি মিশু মল্লিক, সাধারণ সম্পাদক ইভান পলিত, বিভিন্ন মঠ মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদক, সনাতনী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সনাতন যুব পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা অংশ নেন।