॥ বান্দরবান প্রতিনিধি ॥
৮ মাস ১৩ দিন সাজা ভোগ করার পরে অবশেষে মুক্তি পেল নেপালী নাগরিক অম্বর থাপা বুড়া (২৪)। তিনি নেপালের জাজারকোট জেলা, কর্ণালী প্রদেশের গোঘী গ্রামের দর্জিত বুড়ার পুত্র। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে বান্দরবান জেলা কারাগার থেকে নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারী মিস ইয়োজনা বামজান, রাষ্ট্রদূতের সচিব মিস রিয়া সিত্রাসহ সংশি¬ষ্ট কর্মকর্তারা গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান, জেল সুপার মো.জান্নাত-উল-ফরহাদ, নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারী মিস ইয়োজনা বামজান, রাষ্ট্রদূতের সচিব মিস রিয়া সিত্রাসহ কারা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
সুত্রে জানা যায়, গত ২৫শে মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চেরারঘাট এলাকায় রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। পরে ২৮শে মার্চ নাইক্ষ্যংছড়ি থানায় নেপালী নাগরিক অম্বর থাপা বুড়া এর বিরুদ্ধে ১৯৪৬সালের বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে এজাহার দাখিল করা হয়।
পরে গত ১০ই জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ অম্বর থাপা বুড়াকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদ-ে দ-িত করেন, যার মেয়াদ শেষ হয় গত ১০ই আগস্ট।
এদিকে স্বদেশ প্রত্যাবসনের সরকারী নির্দেশনা পাওয়ার পর নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারী মিস ইয়োজনা বামজান এবং রাষ্ট্রদূতের সচিব মিস রিয়া সিত্রা মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা কারাগার থেকে অম্বর থাপা বুড়াকে গ্রহণ করেন।