॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে খলিফাতুর রসূল সৈয়্যদেনা হযরত আবু বক্কর সিদ্দিক (রাদিয়াল্লাহু তায়ালা আনহুর) ওরশ উপলক্ষে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার মহিলা শাখা আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।
এসময় সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা গাউসিয়া কমিটির সভাপতি হাজী মো. মুসা মাতাব্বর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী মনসুর আলী, জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সৈয়দ, সাবেক জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, সাবেক মহিলা কাউন্সিলর জয়তুন নুর বেগম, জেলা গাউসিয়া কমিটির মহিলা শাখার সভাপতি আসমা আলী, সাধারণ সম্পাদক তানিয়া আক্তার সহ জেলা গাউসিয়া কমিটি ও মহিলা গাউসিয়া কমিটির ৫ শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে হযরত আবু বক্কর সিদ্দিক (রাদিয়াল্লাহু তায়ালা আনহুর) ওরশ উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।