খাগড়াছড়িতে ইউপিডিএফ এর সড়ক অবরোধ পালিত

173

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চার নেতাকর্মী হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ বিচারের দাবীতে চলছে খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। পিকেটিং,টায়ারে আগুণ,সড়কে গাছ,গাছের গুড়ি ফেলে সফল করতে মাঠে নেমেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে দুর-পাল্লার ও আন্তঃজেলাসহ অভ্যন্তরীণ উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কঠোর ভাবে সড়ক অবরােধে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি নীবর নিস্তব্দ সড়কে পরিণত হয়েছে পাহাড়ি এলাকার সড়ক গুলো।

খাগড়াছড়ি জেলা শহরেরও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও ছিল কম। ইউপিডিএফ সমর্থকরা সর্বাত্মক ভাবে অবরােধ পালনে জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলোতে অবস্থান নিয়েছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।