॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন সুবলং বাজারে অবস্থিত শাহী দরবার শরীফে হযরত শাহ ছুফী ধনা মিয়া ফকির মামা (রহমতুল্লাহি আলাইহির) ৫৩তম বার্ষিক ওরশ শরিফে রাঙামাটি শহরের বিভিন্ন স্থান থেকে ২শতাধিক ভক্ত অংশ নিয়েছে।
শুক্রবার সকালে বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যদের আয়োজনে ফিসারী ঘাট থেকে লঞ্চযোগে যাত্রা শুরু করেন তারা। ওরশে যাত্রার পূর্বে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন।
এসময় রাঙামাটি চট্টগ্রাম বাস মালিক সমিতির সদস্য তৈয়ব হোসেন মামুন, যুবলীগ নেতা বদিউল আলম, রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ওরশ পরিচালনা কমিটির সভাপতি মো. সজল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম-সম্পাদক মো. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন রানা, অর্থ সম্পাদক তপন দে, সদস্য- জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক (মানিক), মোা. জসিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লঞ্চে কাওয়ালী গান পরিবেশনের আয়োজন করেন আয়োজকরা। যাত্রার পর দুপুরে সুবলং বাজারের শাহী দরবার শরীফে পৌছে মাজার জিয়ারতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে রাঙামাটি ফিরে আসেন তারা।