কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

160

।। গোলাম মোস্তফা ।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির কাউখালী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণার্থী,মৌজা হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাঙামাটি জেলাপ্রশাসক ও ২৯৯ আসনের রির্টানিং অফিসার মো.মোশারফ হোসেন খান।

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। এজন্য আপনারা আপনাদের দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করবেন। আপনাদের নিরাপত্তা আমরা দিবো। যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি,র‌্যাব,বিজিবি, পুলিশ, আনসার এবং সাদা পেশাকধারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিয়োজিত থাকবেন। নির্বাচনের সময় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএন বার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী,কাউাখালী থাকার ওসি রাজিব চন্দ্র কর। অনুষ্ঠান পরিচালনা করেন, কাউখালী উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার রক্তিম চৌধুরী।

এদিকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,রাঙামাটি অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, লংগদু উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহম্মদ, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার, সরদ উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন, নানিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমা,জুরাছড়ি উপজেলা নির্বাচন অফিসার মোঃ বিল্লাল মেহেদী,কাউখালী উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, বিলাইছড়ি নির্বাচন অফিসার অলেন্দ্র লাল ত্রিপুরা ,রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, বরকল উপজেলা নির্বাচন অফিসার মংফোছা মার্মা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার ডাটা এন্ট্রি অপারেটর মোঃ গোলাম মোস্তফা, রাংচাই মারমা ও মোঃ হামিম প্রমূখ।

কাউখালী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তা হিসাবে ২২ জন প্রিজাইডিং অফিসার, ১১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৩৫ জন পোলিং অফিসার অংশ নিয়েছেন।