॥ কাউখালী প্রতিনিধি ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ২৯৯ রাঙামাটি পার্বত্য জেলা সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম ( বার), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মুনির হোসেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএমচৌধুরী, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)রাজিব চন্দ্র কর প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন উপজেলা মতস অফিসার মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেল সরকার, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যাজ চৌধুরী, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, সাংবাদিক মোঃ আরিফুল হক মাহবুব, সাংবাদিক মোঃ ওমর ফারুক, মেম্বার শাহানাজ আক্তার, মেম্বার মোঃ মুনিরুল ইসলাম,মেম্বার মোঃ শাহজাহান মিয়া, মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম, কার্বারী উক্যজাই চৌধুরী সহ উপজেলার গন্যমান্য ব্যাক্তি সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
কাউখালী উপজেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা -২০ টি, ভোটকেন্দ্রের বুথের সংখ্যা -১০৭ টি,উপজেলার মোট ভোটার সংখ্যা – ৪৯,৮২৮ জন, তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা – ২৫,৪৮১ জন, মহিলা ভোটার সংখ্যা – ২৪,৩৪৭ জন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারী।