॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ওমান প্রবাসী মো. সোহেল-কে সম্মাননা প্রদান করা হয়েছে। এবার নিয়ে পরপর ২বার এই সম্মাননা পেলেন তিনি।
শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মো. সোহেল এর বড় ভাই রাঙামাটি আসবাবপত্র সমিতির সভাপতি মো. মিজান। এর আগে জাতীয় প্রবাসী দিবস ঘিরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহন দেব চাকমার সভাপতিত্বে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, সহকারি কমিশনার বিজয় কুমার জোয়ার্দার ও শ্রাবণী বিশ্বাস, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কল্যাণ মিত্র, রাঙামাটি টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের প্রশিক্ষক মো. জিহার উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।