রাঙামাটিতে ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি এম-পাওয়ারমেন্ট সভা

314

p....4

স্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ইউনিসেফ গৃহীত লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি এম-পাওয়ারমেন্ট (এলসিবিসিই) কর্মসূচির আওতায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ও ডিভিশনাল কনভার্জেন্স কো-অর্ডিনেশন কমিটির সদস্য সচিব দীপক চক্রবর্তী, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ নুরুল আলম, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রসাক (সার্বিক) মো. মোস্তফা জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)’র প্রকল্প পরিচালক মো. ইয়াছিন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন (আইসিডিপি)’র প্রকল্প ব্যবস্থাপক মো. জানে-ই-আলম।

সভার শুরুতে স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্তী এলসিবিসিই সম্পর্কে বলেন, এলসিবিসিই হলো কমিউনিটি ক্ষমতায়নকে ত্বরান্বিত করার একটি বিকেন্দ্রীভূত পদ্ধতি বা কৌশল। ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের জাতিসংঘ উন্নয়ন সহায়তা কাঠামো, ২০১২-২০১৬ এর আওতায় সহ¯্রাদ্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া ২০টি জেলাকে চিহ্নিত করেছে এই কর্মসূচি (এলসিবিসিই) বাস্তবায়নের জন্য বিভাগীয় পর্যায়ে ইউনিসেফ ও বাংলাদেশ সরকার একটি যৌথ অংশীদারিত্ব কৌশলপত্র স্বাক্ষর করেছে। চিহ্নিত জেলাসমূহের মধ্যে প্রতিটি জেলা হতে দুইটি করে উপজেলা এবং প্রতিটি উপজেলার সকল ইউনিয়নে এই কর্মসূচির আওতাভূক্ত হয়েছে। সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য গৃহীত বিভিন্ন বিভাগের কর্মসূচি বা কার্যাবলির মধ্যে একটি সুসমত্বিত সম্পর্কের মাধ্যমে একটি সম্মিলিত শক্তি তৈরি করাই এলসিবিসিই এর  উদ্দেশ্য।
তিনি বলেন, সকলের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আইসিডিপি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের বাস্তবায়ন করা গেলে পার্বত্য এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিরা উপকৃত হবে।

ইউনিসেফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মংইয়াই আইসিডিপি প্রকল্পের পাড়া কেন্দ্রের মাধ্যমে যে প্রাক্ প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য কার্যক্রম প্রদান করা হচ্ছে সে সম্পর্কে  প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। পরে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলে পাড়া, ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে (এলসিবিসিই) কার্যক্রম সম্পর্কে কিভাবে অবহিত করা যায় সে সম্পকে ধারণা প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ইউনিসেফ আইসিডিপি তিন পার্বত্য জেলায় প্রত্যন্ত এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য প্রসারে যে পাড়াকেন্দ্রগুলো স্থাপন করেছেন তা সত্যিই প্রসংসার দাবিদার। এ পাড়াকেন্দ্রের ফলে প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া শিশুরা শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে এসেছে। এটির আগের তুলনায় বর্তমানে পার্বত্য এলাকায় শিক্ষিতের হারও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বর্তমানে যে অবকাঠামো দিয়ে পাড়াকেন্দ্রগুলো নির্মাণ হচ্ছে সেগুলো আরো উন্নত করা গেলে শিক্ষার পরিবেশের পাশাপাশি শিক্ষা উপকরণ, জরুরি ডক্যুমেন্টরি রাখা নিরাপদ হবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি ইউনিসেফের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, শিশু একাডেমি, প্রশাসন, যুব উন্নয়ন, পরিবার পরিকল্পনাসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে মতামত প্রদান করেন।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান