স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর উদ্যোগে দেশজুড়ে শীতবস্ত্রদান কর্মসূচী ২০২৩-২৪ উপলক্ষে রাঙামাটিতে শতাধিক অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষ (এনেক্স ভবনে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সহ-সভাপতি ও রাঙামাটির শতিবস্ত্র বিতরণ কমিটির আহŸায়ক উদয়ন বড়–য়ার সভাপতিত্বে ও রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাবৌযুপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বিধান বড়–য়া ও রাঙামাটি জেলার সভাপতি রনজিত বড়–য়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেদভেদী বড়–য়া সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিটন বড়–য়া।
এসময় বাবৌযুপ সদস্য-স্বপন বড়–য়া, উত্তম বড়–য়া, নয়ন বড়–য়া, হিরণ বড়–য়া, মৌমিত বড়–য়া, ঝন্টু বড়–য়া, খোকন বড়–য়া, আবু বড়–য়া, ললি চাকমা, বিরাজ চাকমা ও বর্মা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুছা মাতব্বর- তীব্র শীতে রাঙামাটির অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাঙামাটি জেলা কমিটিকে তিনি ধন্যবাদ জানান। আগামীতে বাবৌযুপ এর জনকল্যাণ মূলক সকল কার্যক্রমে তিনি পাশে থাকার আশ্বাস দেন। আলোচনা সভার পর জেলা শতাধিক অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।