॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার রক্তিম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা মত?স অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ এজাহার, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, সাংবাদিক মোঃ ওমর ফারুক, ইউএনও অফিসের নাজির মোঃ মামুন হাছান, মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরী, উপজেলা আনসার ভিডিপির প্রতিনিধি মোঃ আফছার গাজি সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ। বিজ্ঞান মেলায় উপজেলার মোট ১২ টি স্কুল ও কলেজ স্টল দিয়ে অংশ গ্রহন করেন। পরে অনুষ্ঠানে অংশ গ্রহনকারি প্রতিযোগীদের মাঝ থেকে বিভিন্ন বিষয়ে বিজয়ী ছাত্র ছাত্রী ও প্রতিষ্টান কে পুরস্কার প্রদান করা হয়।