সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহ অবস্থান ও পাহাড়ের উন্নয়ন নিশ্চিত করা আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী কুজেন্দ্র

102

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আমাদের লক্ষ্য হবে পার্বত্য তিন জেলায় সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহ অবস্থান এবং উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা চান সমতলের মানুষদের সাথে পাহাড়ের মানুষের উন্নয়ন সমান্তরাল করতে। তবে একটি কথা সবাইকে মনে রাখতে হবে, অস্ত্র বা সন্ত্রাসের মাধ্যমে কখনো শান্তি বা উন্নয়ন সম্ভব নয়; উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে পাহাড় থেকে সন্ত্রাস এবং অস্ত্র সরিয়ে সেখানে উন্নয়ন এবং সহনশীলতা প্রতিস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন সরকারে নতুনভাবে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া খাগড়াছড়ি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলেই পাহাড়ে দীর্ঘ দুইদশকের ভাতৃঘাতি সংঘাত বন্ধ হয়েছিল এবং এই অঞ্চলে শান্তির সুবাতাসসহ উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছিল। অথচ বিএনপি-জামাত পাহাড়ের দীর্ঘ দুই দশকের সমস্যা ও ভাতৃঘাতি এই সংঘাত বন্ধ করার কোন উদ্যোগ না নিয়ে তা জিইয়ে রেখেছিল।

মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় বসার পর ভিশন ২ হাজার ২১ ঘোষণা করেছিলেন, সেটি সফলভাবে অর্জন করার পর এখন প্রধানমন্ত্রী ভিশন ২ হাজার৪১ তথা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা সকলে মিলে প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একসাথে কাজ করব।
বৃহস্পতিবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, শীলা রায়, বৃষ কেতু চাকমা, পৌরসভা মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেনসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমতলের মত পুরো পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে তা এখন দৃশ্যমান। তাছাড়া পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানানো হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।