॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ির মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি অনিল বরণ চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা।
বক্তরা তাদের বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখহাসিনা সারাদেশের ন্যায় পার্বত্য এলাকায় শিশুরা যাতে মনোরম পরিবেশে পড়াশোনা করতে পারে সে লক্ষে বিদ্যালয়গুলো নানামুখী উন্নয়ন করে যাচ্ছে। ঠিক তেমনি মাধবছড়া সরকারি প্রাঃ বিদ্যালয়টি বর্তমান সরকার প্রধান বিদ্যালয়গুলো অবকাঠামো উন্নয়ন করার ফলে মাধরছড়া সঃপ্রাঃ বিদ্যালয়টি দৃশ্যমান হয়ে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে পড়াশোনা করে যাচ্ছে।
তারা আরো বলেন, বর্তমান সময়ে শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই, শুধু পুঁটিগত শিক্ষা গ্রহণ করলে হবেনা পারিবারিক ভাবে শিশুদের সু শিক্ষা দেওয়ার জন্য অভিবাবকদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাকেশ চাকমা, ইউপি সদস্য রিকু চাকমা। এসময় শিক্ষক অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।