সাজেকে আনসার ব্যাটালিয়নের গাড়ি উল্টে আহত-১

110

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ১৩ আনসার ব্যাটালিয়নের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক আনসার সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত আনসার সদস্য হলেন মো.মারুফ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ির সাজেক হাউজ পাড়ায় ১৩ আনসার ব্যাটালিয়নের গাড়ী উঁচু টিলায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এসময় গাড়ীতে থাকা আনসার সদস্য মো.মারুফ গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত অন্যান্য সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘাইহাট পাঠানো হয়েছে বলে জানা যায়।