বান্দরবান ম্যাককছি খাল পুণরুদ্ধারে পরিচ্ছন্নাতা অভিযান

100

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান শহরের ম্যাককছি খাল পুনরুউদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের উদ্যাগে ম্যাকছি খাল পরিচ্ছন্নতা অভিযানের এর শুভ উদ্বাধোন কররেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো: আখতার হােসেন। পরে বান্দরবান পৌররসভার সহায়তায় বিডি ক্লিন এর ৫শ কর্মী এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এসময় শহরর জর্জ কোর্ট এলাকা থেকে বনানী স’মিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ম্যাকছিঃ খালের ময়লা পরিচ্ছন্ন করে বিডি ক্লিন এর সদস্যরা।

এসময় অন্যান্যদর মধ্য উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

উল্লখ্য, বান্দরবান পৌর শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই ম্যাকছি: খাল। খালটি ময়লা আবর্জনা ও অবৈধভাবে দখলের কারণে সংকোচিত হয় যাওয়ায় প্রতিবছর বর্ষায় শহরের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে যায়। এর ফল ভোগান্তিতে পড়ে শহরের হাজার হাজার বাসিন্দারা।