রাঙামাটিতে মাসিক গিয়ারভী শরীফ অনুষ্ঠিত

97

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে পবিত্র শাবান মাসের মাসিক গিয়ারভী শরীফ ও ইমামে আযম আবু হানিফা’র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে বুধবার বাদে মাগরিব রাঙামাটি শহরের রিজার্ভমূখ খানকা শরীফে এই গিয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়।

এসময় ইমামে আযম আবু হানিফা’র জীবনীর উপর আলোচনা করেন জেলা আহলে সুন্নাতের সভাপতি আলজাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী ও রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জসিম উদ্দিন নুরী।

জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী জানে আলম সওদাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সৈয়দ, সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খান, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, অর্থ সম্পাদক হাজী নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনসুর আলী সহ অন্যান্যরা।
এতে বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম সহ আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন। খতমে গাউসিয়া, আলোচনা সভা ও মিলাদ কিয়াম শেষে দেশ জাতির কল্যানে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।