বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা

157

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর হোসেন চৌধুরী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটি। রোববার সকালে ট্রাক মালিক সমিতির প্রধান কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ্ব সাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে- রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন ও রাঙামাটি জেলা মিনি ট্রাক ও পিকাপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক টিটু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্রাক মালিক, শ্রমিক ও চালকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত নেতৃবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।