শবে বরাত নিয়ে কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

95

॥ স্টাফ রিপোর্টার ॥

ইসলামী কৃষ্টি-সংস্কৃতির বিরুদ্ধে যারা কটুক্তি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলার নেতৃবৃন্দ। পবিত্র শবে বরাত নিয়ে কটুক্তি করা ভন্ড মোল্লা কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান।

বুধবার বিকেলে বনরুপা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা। এতে বক্তারা বলেন, ইসলামের অন্যতম পূণ্যময় ইবাদতের রাত শবে বরাত বিশ্বব্যাপী মুসলমানরা বিগত চৌদ্দশত বছর ধরে পালন করে আসছে। স্বাধীন বাংলাদেশেও এদিনটি সরকারি ছুটির মাধ্যমে পালন হয়ে আসছে। কিন্তু ভন্ড মোল্লা কামরুজ্জামান পবিত্র শবে বরাত নিয়ে কটুক্তি করে মুসলমানদের ঈমান-আকিদায় আঘাত করেছে। একইসাথে রাষ্ট্র বিরোধী কাজ করেছে।

বিশ্বব্যাপী ইসলাম বিকৃত করে সন্ত্রাস ও ফেতনা সৃষ্টিকারী আইএসের এজেন্ট হিসেবে কাজ করা এসব ভন্ড মোল্লাদের চিহ্নিত করে তাদের বয়কটের আহবান জানান বক্তারা।

ইসলামী সংস্কৃতির ঐতিহ্য পবিত্র শবে বরাত নিয়ে কটুক্তিকারী ভন্ড মোল্লা কামরুজ্জানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী।

এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী। জেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্রচার সম্পাদক মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় এতে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।