গণিত উৎসবের মেডেল নিয়ে ঘরে ফেরা হলো না ওমরের

94

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটির হতে গণিত উৎসবের বিজয়ী মেডেল নিয়ে কাপ্তাইয়ে বাসায় ফেরা হলনা মেধাবী ছাত্র মো.ওমর সালেহিন(২৪)। রবিবার (৩মার্চ২৪) দুপর ৩ টায় রাঙ্গামাটি হতে গণিত উৎবের বিজয়ী মেডেল নিয়ে বাসায় ফিরছিলো। রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র ওমর সালেহিন।

ওমর সালেহিন ঘাগড়া হতে অটোরিকশা যোগে কাপ্তাই বাসায় আসার পথে ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি নামক এলাকায় ট্রাক-অটোরিকশা মুখামুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে ওমর সালেহিন মারাযায়।তার সাথে থাকা আরো ২জন বন্ধু মুকুল চন্দ্র তনচংগ্যা ও মো.শামীম গুরতর আহত হয়। মেধাবী ছাত্র কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো.আবু তাহেরের ছেলে। আহত মুকুল তঞ্চঙ্গা জানান, তারা রাঙামাটির ঘাঘড়া থেকে কাপ্তাইয়ের বড়ইছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলো। পথিমধ্যে সাফছড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের সিএনজিকে সজোরে ধাক্কা মারে। কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটির চালকসহ গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। উপজেলা হাসপাতালেস্বজন ও বন্ধু-বান্ধবের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। নিহত ওমর সালেহিন এর পিতা মো.আবু তাহের কাপ্তাই নির্বাহী অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী জানান তার ছেলে একদিন আগে ঢাকা গিয়ে ছিলো গণিত উৎসবে।এবং সে গণিত উৎসবে বিজয়ী হন জানান। এবং পুরস্কার আনার জন্য রাঙ্গামাটি গিয়েছে বলে উল্লেখ করেন।