॥ সিয়াম হোসেন ॥
রাঙামাটি সদর উপজেলাধীন মানিকছড়ি বিসিক মাঠে অনুষ্ঠিত বিজয় দিবস উন্মুক্ত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মানিকছড়ির বিসিক মাঠে রোজ একাদশ আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয়- ক্লাব আরজিটি ও রোজ একাদশ।
খেলায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রোজ একাদশ ২০০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ক্লাব আরজিটি সব উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে করে ১৫রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় রোজ একাদশ। খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
বিশেষ অতিথি হিসেবে- সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আলমগীর তালুকদার, কোতয়ালী থানার এসআই নয়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
২নং সাপছড়ি ইউপির সদস্য এবং টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক রিটন বড়–য়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিম উদ্দিনের সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর সেরা খোলোয়ার, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, ম্যান অব দ্যা ম্যাচের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে নগদ ৩০ ও ২০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন অতিথিরা।