কাউখালী উপজেলার সরকারি দপ্তরে ৫৩ পদ দির্ঘদিন যাবত শূণ্য

134

॥ মো: ওমর ফারুক ॥

কাউখালী উপজেলার সরকারি দপ্তরগুলিতে দির্ঘদিন যাবত ৫৩ টি পদ শূণ্য রয়েছে। এতে সেবাপ্রাথীরা যেমন হয়রানী শিকার হচ্ছেন, তেমনি দায়িত্বরতদের উপর অতিরিক্ত চাপ পড়ার কারণে তারা হাপিয়ে উঠছে। একটি উপজেলার গুটি কয়েক অফিসে এত পরিমাণ শূণ্যপদ কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী।

সরকারি বিভিন্ন দপ্তর সুত্রে জানা যায় যে, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারি না থাকায় তারা যথার্থ সেবা দিতে হিমসিম খাচ্ছে। অনেক দপ্তর একজন নিয়েও চলছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রতিটি দপ্তরেই জনবল সঙ্কট রয়েছে। অনেক দপ্তরে দির্ঘদিন যাবত পদ শূণ্য।

এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসে সৃষ্ট কোন পদ খালী নেই বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও অফিস) কার্য্যালয় সরকারি সৃষ্ঠ পদ- ২০টি, বর্তমানে কর্মরত আছেন -১০টি পদে, (নাই-০৯টি পদে,ডিএমও -০১টি পদ শূণ্য,দপ্তরী -০১টি পদ শূণ্য,জারিকারক -০২টি পদ শূণ্য,অফিস সহায়ক -০১টি পদ শূণ্য,নিরাপত্তা প্রহরী-০২টি পদ শূণ্য,ক্লিনার ০১টি পদ র্শূূণ্য, ড্রাইভার ০১টি শূণ্য,জেলায় ডিসি অফিসে সংযুক্তি রয়েছেন ০১জন)। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসে সরকারি সৃষ্ঠ পদ -০৫টি, আছে-২টি পদে, ডেপুটেশনে-০১জন।(নাই-০৩টি পদে, সহকারি কমিশনার (ভুমি) -০১টি শূন্য,হিসাব সহকারি ০১টি শূণ্য, আউটসোর্সিং স্টাফ রয়েছে -০৫টি, কর্মরত আছেন-০৪জন, নাই-০১জন, (গত ১৩ মাস যাবত বেতন ভাতা পাচ্ছেন না বলে জানা যায়)। উপজেলা প্রকৌশলী অফিস (এলজিইডি) মোট পদ- ১৬টি, আছে-১২টি পদে, (নাই-০৪টি পদে, উপ-সহকারি প্রকৌশলী-০৩টি পদ শূণ্য,অঅফিস সহকারি -০১টি শূণ্য রয়েছে) আউট সোর্সিং স্টাফ- ০২জন আছে)।উপজেলা কৃষি অফিস মোট পদ সংখ্যা- ২৪টি, আছে- ২২টি পদে,০২ জন প্রেষণে আছেন। উপজেলা ম?স্য অফিস মোট পদ সংখ্যা -০৫টি, আছে- ০৪টি পদে, (নাই- ০১টি পদে, সহকারি ম?স্য অফিসার-০১টি পদ শূণ্য)। উপজেলা শিক্ষা অফিস পদ সংখ্যা- ০৬টি, আছে- ০৫টি পদে, (নাই- ০১টি পদে, উচ্চমান সহকারি)। উপজেলা মহিলা বিষয়ক অফিস পদ সংখ্যা- ০৪টি, আছে- ০৩টি পদে, (নাই-০১টি পদে (অফিস সহকারি)। উপজেলা পরিসংখ্যান অফিস পদ সংখ্যা -০৫টি, আছে- ০১টি পদে, (নাই-০৪টি পদে, পরিসংখ্যান তদন্তকারি -০১টি,জুনিয়র পরিসংখ্যান-০২টি,চেইনম্যান-০১টি)।উপজেলা সমবায় অফিস- পদসংখ্যা-০৫টি, আছে-০২টি পদে, (নাই-০৩টি পদে,সহকারি পরিদর্শক-০১টি,অফিস সহকারি-০১টি, অফিস সহায়ক-০১টি)। উপজেলা প্রকল্প বাস্তবায়ণ (পিআইও) অফিস পদ সংখ্যা-০৫টি, আছে-০৫টি পদে।উপজেলা সমাজ সেবা অফিস পদ সংখ্যা-১১টি, আছে-০৮টি পদে (নাই-০৩টি পদে,উপজেলা সহকারি সমাজসেবা অফিসার-০১টি, কারিগরি প্রশিক্ষক-০১টি, ফিল্ড সুপাভাইজার -০১জন রাঙামাটি শিশু পরিবারে সংযুক্তিতে রয়েছেন)। উপজেলা হিসাব রক্ষণ অফিস পদ সংখ্যা-০৮টি, আছে-০৪টি, (নাই-০৪টি, জুনিয়র অডিটর -০২টি,কম্পিউটার অপারেটর-০১টি,অফিস সহায়ক-০১টি)।উপজেলা প্রাণী সম্পদ অফিস পদ সংখ্যা-১১টি, আছে-০৭টি,(নাই-০৪টি, উপ-সহকারি প্রাণি সম্পদ (সম্প্রসারণ-) অফিসার ০২টি, অফিস সহকারি-০১টি পদ শূণ্য, অফিস সহায়ক-০১টি পদ শূণ্য)।উপজেলা পল্লী উন্নয়ন(বিআরডিবি) অফিস পদ সংখ্যা-০৯টি, আছে-০৫টি,(নাই-০৪টি পদে, সহকারি বিআরডিবি অফিসার -০১টি,হিসাব রক্ষণ (জুনিয়র) অফিসার-০১টি,গ্রাম সংঘঠক-০১টি,কম্পিউটার অপারেটর-০১টি পদ শূণ্য রয়েছে)।উপজেলা পল্লী সন্চয় ব্যাংক পদ সংখ্যা-২৪ টি, আছে-২৪টি পদই পুর্ণ রয়েছে। উপজেলা জণ -–স্বাস্ব্য প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা-০৯টি, আছে-০৬টি, (নাই-০৩টি পদে, অফিস সহকারি-০১টি, এমএলএসএস-০১টি, নৈশ প্রহরী-০১টি, জেলায় প্রেষণে নিয়োজিত রয়েছে)। উপজেলা আনসার ভিডিপি অফিস, পদ সংখ্যা-০৩টি, আছে-০১টি পদে, (নাই-০২টি পদে, উপজেলা আনসার ভিডিপি অফিসার -০১টি, উপজেলা প্রশিক্ষক-০১টি (মহিলা)।উপজেলা যুব উন্নয়ন অফিস, পদ সংখ্যা-০৭টি, আছে-০৪ টি পদে, (নাই-০২টি পদে,সহকারি- যুব উন্নয়ন অফিসার-০১টি,ক্যাশিয়ার-০১টি পদে)। উপজেলা নির্বাচন অফিস পদ সংখ্যা-০৪টি, আছে-০৩টি পদে, (নাই-০১টি পদে,অফিস সহকারি ০১টি,আউট সোর্সিং পদ-০৫টিতেই পুর্ণ রয়েছে বলে জানান)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পদ সংখ্যা-০৬টি, আছে-০৩টি পদে, (নাই-০২টি পদে, মাধ্যমিক শিক্ষা অফিসার-০১টি পদ শূণ্য, সহকারি একাডেমিক সুপারভাইজার-০১টি পদ শূণ্য, একাডেমিকক সুপারভাইজার ০১জন প্রেষণে বাশঁখালীতে রয়েছে)। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস পদ সংখ্যা-০৯টি, আছে-০৬টি পদে, (নাই-০২টি পদে, উপ-খাদ্য পরিদর্শক-০১টি পদ শূণ্য, কম্পিউটার অপারেটর -০১টি শূণ্য, উপজেলা খাদ্য পরিদর্শক -০১জন প্রেষণে রয়েছে জেলায়)।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। যেহুতু বিষয়টি জানলাম আমরা চেষ্টা করবো সরকারের উর্র্দ্ধতন মহলে বিষয়গুলি জানানোর জন্য। তা ছাড়া আমরা যতটুকু জানি সরকারও উপজেলা পর্যায়ে এসব শূণ্য পদ পুরণে আন্তরিক।