রাঙামাটিতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের শিক্ষাবৃত্তি প্রদান

44

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের আয়োজনে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সনদপত্র প্রদান, একাদশ শ্রেণির পাঠ্যবই প্রদান, সুরেন্দ্র লাল ত্রিপুরার স্মরণে শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা।

বিশেষ অতিথি ছিলেন- ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি জেলার সভাপতি বিদ্যুত শংকর ত্রিপুরা, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা প্রীতিকান্তি ত্রিপুরা, অরনেন্দু ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ির উপদেষ্টা সাগরিকা রোয়াজা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটির উপদেষ্টা জীবন রোয়াজা, রাবিপ্রবির সহকারি অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা ও টিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরা।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙামাটি জেলার সভাপতি পলি ত্রিপুরার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি জেলার সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা। অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দের পাশাপাশি সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সনদপত্র প্রদান, একাদশ শ্রেণির পাঠ্যবই প্রদান, সুরেন্দ্র লাল ত্রিপুরার স্মরণে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।