রাঙামাটিতে ডিবির অভিযানে ৫০০ লিটার চোলাই মদসহ আটক ১

93

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। ডিবি জানতে পারে পিটিআই নতুন পাড়া এলাকায় অবৈধ চোলাই মদ তৈরি এবং কেনাবেচা হয়। পরে ডিবি পুলিশের একাধিক টিম নিয়ে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।

অভিযানে পিটিআই নতুন পাড়া এলাকার উত্তরপাশের শেষ মাথায় একটি পরিত্যক্ত ঘর হতে ৪৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধরা হয়। পরে জনৈক সুফল তালুকদারের হেফাজত হতে আরো ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সর্বমোট ৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েরছেন ডিবি’র ওসি মানস বড়ুয়া।