জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার দৃঢ় প্রয়াসে, জীবন ইয়ুথ ফাউন্ডেশন, ইয়াং বাংলার সহযোগিতায়, রাঙামাটির কাউখালী উপজেলায় “Keep Your Environment Clean & Livable” শীর্ষক একটি সচেতনতামূলক প্রচারাভিযান ও ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পরিবেশ ও জলবায়ুবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতেই এই উদ্যোগ।
রাঙ্গামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে দেশব্যাপী ইয়াং বাংলার সাথে একাত্মতা ঘোষণা করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। ক্যাম্পেইনটিতে কাউখালী এবং বেতবুনিয়া থেকে ২৫ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো, যা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে সাহস জোগাবে।
জীবন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি), সাধারণ সম্পাদক সাইদা জান্নাত, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইমন এবং জীবন কাউখালী চ্যাপ্টারের সমন্বয়ক নুরুল হুদা নাহিদ সহ সম্মানিত ব্যক্তিদের নেতৃত্বে, আয়োজনটি জলবায়ু ঝুঁকি ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মোট ১৫টি নতুন চারা রোপণ করার পাশাপাশি চারাগুলোর রক্ষণাবেক্ষণ ও তীব্র দাবদাহে এর সুচারু পরিচর্যা নিশ্চিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আয়োজক সংগঠনটি।
জীবন ইয়ুথ ফাউন্ডেশন একটি সবুজ, টেকসই ভবিষ্যত বিনির্মাণে সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সম্পৃক্ততাকে কাজে লাগাতে চায়।