খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচিত হলেন যারা

59

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচীত হয়ে বিজয় হয়েছেন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানরা। মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (২১ মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা নাইমা ইসলাম।

এতে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম আনারস প্রীতিকে ১৬ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষিত চাকমা বকুল দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৮ হাজার ৫৬৫ ভোট।

খাগড়াছড়ি সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা ১৬ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণি ত্রিপুরা কলস প্রতীক নিয়ে ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচনে এবার ৪১টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৯২ হাজার ৮৬৪ জন ব্যালেটের মাধ্যমে তাদের ভােটাধিকার প্রয়োগ করে। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।