লংগদুতে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধার’ পুরস্কার বিতরণ

48

॥ লংগদু প্রতিনিধি ॥

লঙ্গদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ ঘিরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লঙ্গদু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লঙ্গদু উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাব, বাবুল দাস বাবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রকিব হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। করলাাছড়ি হাই স্কুলের সহকারী শিক্ষক সুলতান আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের লুকায়িত মেধাকে খুঁজে বের করা হয়। যে সকল শিক্ষার্থী উপজেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জন করে অদূর ভবিষ্যতে তারা নিজেদেরকে আরো যোগ্য করে গড়ে তুলবেন এটাই আমার প্রত্যাশা। সভাপতির বক্তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন শিক্ষার্থীরা নতুন কারিকুলাম এর মাধ্যমে নিজেদেরকে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করবেন। শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবেন অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ ও বঙ্গবন্ধু ও জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।