আশ্রয়কেন্দ্রে জেলা বিএনপির শুকনো খাবার বিতরণ

76

॥ স্টাফ রিপোর্টার ॥

চলমান টানা বর্ষণের সময় সম্ভাব্য পাহাড় ধসের ক্ষয়ক্ষতি কমাতে ঝুকিপূর্ণ স্থানে বসবাসরতদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছে রাঙামাটি জেলা প্রশাসন। শুক্রবার সকালে ভেদভেদীর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষদের মাঝে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন বিএনপি নেতারা।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহ-সভাপতি বাবুল আলী, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল মিন্টু, সহ-প্রচার সম্পাদক কামাল হোসেন, সদস্য আনোয়ার আজিম, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা, সাধারণ সম্পাদক মো. রানা সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকালে অসহায় হয়ে পড়া মানুষদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা বিএনপির নেতারা।