লংগদুতে পানিবন্দী ৩০০ পরিবারের মাঝে ছাত্র শিবিরের ত্রাণ উপহার

77

॥ লংগদু প্রতিনিধি ॥

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এখনও পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে লংগদু উপজেলার কয়েক শ’ পরিবার। পানিবন্দি এসব মানুষের দুঃখ লাঘবে উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখা।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে পানিবন্দি ৩০০ পরিবারের হাতে ত্রাণ উপহার তুলে দেন ইসলামী ছাত্রশিবিরের রাঙামাটি জেলার নেতৃবৃন্দ। মঙ্গলবার দিনভর উপজেলার দুর্গম গুলশাখালী, ভাইবোন ছড়া ও মাইনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়। এ সময় শিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রাঙামাটি জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি এ ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেন।

অন্যান্যের মধ্যে রাঙামাটি জেলা শিবিরের সাবেক জেলা সভাপতি হাসান তারেক, রাঙামাটি জেলা সেক্রেটারি সাইফুল্লাহ জাওয়াদ, জেলার দাওয়াহ্ ও সাহিত্য সম্পাদক জুনাইদুল ইসলাম, লংগদু থানা সভাপতি শাহেদ আলম ইমন, রাঙামাটি সরকারি কলেজ শাখার সেক্রেটারি মোর্শেদুল ইসলামসহ  জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ত্রাণ তৎপরতার এবারের পাকেজে ৩০০ পরিবারের জন্য চাউল, ডাল, আলু, সয়াবিন তেল, পেঁয়াজ ও লবনসহ জরুরী ঔষধ প্রদান করা হয়।