ঢাকা ব্যুরো অফিস : ২৭ সেপ্টেম্বর, ২০২৪
স্টাফরিপোর্ট : প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী কাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যথাযথভাবে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উদযাপিত হবে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড পিচ’, বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘পর্যটন শান্তির সোপান’। এ লক্ষ্যে দেশে পর্যায়ক্রমে ‘পর্যটন সপ্তাহ’ ও ‘পর্যটন মাস’ উদযাপন করা হবে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পর্যটন সচিব নাসরীন জাহান।
তিনি বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টা এরই মধ্যে বাণী দিয়েছেন জানিয়ে সচিব বলেন, এ উপলক্ষে গণমাধ্যমে বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং দিবসটিতে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ইলেকট্রনিক মিডিয়ায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন অব্যাহত আছে। মোবাইল ফোনে দিবসটি নিয়ে ম্যাসেজ পাঠানো হবে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ পর্যটনে বিপুল সম্ভাবনাময় একটি দেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশকে পরিণত করেছে একটি অনন্য আকর্ষণীয় পর্যটন গন্তব্যে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের অকৃত্রিম সৌন্দর্য, সিলেটের চা-বাগানসহ আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এ প্রিয় দেশ।’
বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক এবং প্রতœতাত্ত্বিক স্থানগুলো এবং বাঙালির আতিথেয়তাকে পর্যটন সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পর্যটন শিল্প বিকাশের সব সম্ভাবনা এ দেশে বিরাজমান। একে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে কাজ করছি। এ ব্যাপারে সবার সুচিন্তিত মতামত গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি উদযাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এর অধীন দফতর-সংস্থাগুলো, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে শুক্রবার সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে; সকাল ৯টায় পর্যটন ভবনের ‘শৈলপ্রপাত হলে’ দিবসের প্রতিপাদ্য নিয়ে সেমিনার হবে। এ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের উর্ধোতন কর্মকর্তাসহ আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান- এ কে এম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও আবু তাহের মুহাম্মদ জাবের প্রমূখ।
আপলোড : শামিমুল আহসান-
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি