রাষ্ট্র পরিচালনার মেয়াদ ৪ বছর হওয়া উচিত : স্থানীয় সরকার উপদেষ্টা, হাসান আরিফ

24

ঢাকা ব্যুরো অফিস : ৩০ অক্টোবর, ২০২৪

প্রেস রিলিজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বের মেয়াদ সংবিধানে যে পাঁচ বছর আছে তা চার বছর হওয়া উচিত। পৃথিবীর বৃহৎ শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে মেয়াদ যদি ৪ বছর হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশেও রাষ্ট্র পরিচালনার মেয়াদ ৪ বছর হতে অসুবিধা কোথায়। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। উপদেষ্টা আজ সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) এর সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ এক সময় ৩ বছর ছিল। এই মেয়াদ বাড়িয়ে ৫ বছরে উন্নীত করা হয়েছে। কিন্তু দুই বছর মেয়াদ বৃদ্ধিতে লাভ কী হয়েছে, তার কোন নিদর্শন পাওয়া যায়নি। এ ব্যাপারে কখনো কোনো মূল্যায়নও করা হয়নি। ইউনিয়ন পরিষদ নিয়েও আমার ব্যক্তিগত অভিমত হলো, পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের মেয়াদ ৩ বছর হওয়া উচিত। কারণ, তিন বছর মেয়াদ হলে ১৫ বছরে ৫ বার নির্বাচিত প্রতিনিধি এখানে আসবেন। ফলে, অধিক সংখ্যক জনপ্রতিনিধি এই প্রতিষ্ঠানে কাজ করা সুযোগ পাবেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের অপসারণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। সময় সাপেক্ষে অবস্থা অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা আছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় সেবা প্রদান ব্যহত না হতে ইতোমধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করণের জন্য শীঘ্রই সিটি কর্পোরেশন এবং পৌরসভায় পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দেয়া হবে। চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকায় দুই সিটি কর্পোরেশনে বিশেষজ্ঞগণের সমন্বয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে৷ এছাড়া সারা দেশে ১০টি বিশেষ টিম গঠন করা হয়েছে৷ আমাদের দেশে রিসার্চ এবং ডেভলপমেন্ট ( আর এন্ড ডি) নিয়ে খুব একটা কাজ হয়না৷ ডেঙ্গু নিয়ন্ত্রণে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে জোর দিতেই বিশেষজ্ঞ সমন্বয়ে টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফ এর সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব।

বার্তা প্রেরক- পবন চৌধুরী
সিনিয়র তথ্য অফিসার- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।

আপলোড : শামিমুল আহসান-
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি