শিশু ও নারীর উন্নয়নে আক্ষরিক অর্থেই মাঠে কাজ করতে হবে: ডিসি হাবিব উল্লাহ

2

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, আজকের কিশোর-কিশোরীরাই আগামী দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই তাদেরকে দক্ষ, যোগ্য এবং সু নাগরীক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। কোনো ভাবেই যাতে এই শিশু কিশোরদের মনে বঞ্চনা বা বৈষম্যের ক্ষোভ জন্ম নিতে না পারে সে জন্য তাদের শিক্ষা, চিকিৎসাসহ সকল ধরণের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারি সকল বিভাগকে তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে।
শিশু ও নারীর উন্নয়নে আক্ষরিক অর্থেই মাঠে কাজ করতে হবে উল্লেখ করে জেলাপ্রশাসক হাবিব আরো বলেন, বিশেষ করে নারী শিশুদের উঠতি বয়সটা অনেক সংবেদনশীল তাই আন্তরিকতা ও সংবেদনশীলতার মাধ্যমে তাদের মাঝে নৈতিক নাগরিক চেতনা ও বৈষম্যহীন বিশ্বাস সৃষ্টি করতে হবে। এ জন্য এলাকায় এলাকায় ছোট ছোট ইউনিট করে তাদের খোঁজ খবর নিতে হবে। তিনি সরকারি দায়িত্ব পালনকারী সকল পর্যায়ের জনশক্তিকে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
বুধবার রাঙামাটিতে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমে অংশ হিসেবে আয়োজিত জেলা পর্যায়ের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলাপ্রশাসক হাবি উল্লাহ এই মন্তব্য করেন। রাঙামাটি জেলা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এই আয়োজনের সহাযোগীতায় ছিল ইউনিসেফ ও রাঙামাটি জেলা প্রশাসন।
১০ ডিসেম্বর (বুধবার) সকালে জেলা প্রশসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জলার অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা। জেলা তথ্য অফিসের ভারপ্রপ্ত উপ-পরিচালক অমীয় কান্তি খীসার সঞ্চালনায় ছিলেন এতে সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সেচ্চাসেবি প্রতিষ্ঠানের প্রদানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুপস্তিত ছিলেন।