রাবিপ্রবিতে সিএসই কম্পিউটার ক্লাবের আয়োজনে টেকনোভা’২৪ সম্পন্ন

19

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী টেকনোভা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) প্রথম দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবিপ্রবি’র আর্থিক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড: নিখিল চাকমা। এসময় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ধিমান শর্মা, সিএসই ডিপার্টমেন্ট’র চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, আয়োজনের আহবায়ক ও সিএসই ডিপার্টমেন্ট’র শিক্ষক রিশিতা চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রথম দিন প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং শোডাউন, গ্রাফিক্স ডিজাইন কন্টেস্ট, সিভি রাইটিং কন্টেস্ট’র আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সমাপনী দিনে প্রজেক্ট শোকেসিং, সেমিনার ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- রাবিপ্রবির আর্থিক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড: নিখিল চাকমা। সেমিনারে স্পিকার ছিলেন ফরেস্ট্রি ডিপার্টমেন্ট’র শিক্ষক সৌরভ দত্ত ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ধিমান শর্মা। বক্তব্য রাখেন- আয়োজনের আহবায়ক সিএসই ডিপার্টমেন্ট’র শিক্ষক রিশিতা চাকমা। সিএসই কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট শাবীব আয়মান সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক সাহবাজ সিরাজ। সেমিনার শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।