জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার’র সাথে বিলাইছড়ি ইউপি’র সৌজন্য সাক্ষাৎ

18

অসীম চাকমা-বিলাইছড়িঃ রবিবার (১৫ ডিসেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ও সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা,র সাথে বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সকালে তারা চেয়ারম্যানের নিজ কার্য়ালয়ে উপস্থিত হয়ে জেলা পরিষদ চেয়ার‌ম্যান কাজল তালুকদার ছাড়াও জেলা পরিষদ সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্য জ্যোতিময় চাকমার নেতৃত্বে মহিলা সদস্য বলাকা রানী চাকমা, রিতা চাকমা, রানী বালা তঞ্চঙ্গ্যা, পুরুষ সদস্য ওমর ফারুক, বাবুলাল তঞ্চঙ্গ্যা, নন্দলাল চাকমা, রবি চরণ তঞ্চঙ্গ্যা, শুক্রসেন তঞ্চঙ্গ্যা, চোয়ানলেই পাংখোয়া ও সমীর কান্তি তঞ্চঙ্গ্যা প্রমূখ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকালে ইউপি সদস্য জ্যোতিময় চাকমা জেলা পরিষদ থেকে উন্নয়নমূলক যে কাজগুলো ইউনিয়ন তথা উপজেলা পর্য়ায়ে বাস্তবায়ন করা হয় সেগুলো যাহাতে সংশ্লিষ্ঠ ইউনিয়নের সাথে সমন্বয় করে করা হয় তার জন্য চেয়ারম্যানকে অনুরোধ জানান।

তিনি বলেন, জেলা পরিষদ থেকে বাস্তবায়নকৃত, উন্নয়নমূলক কাজগুলো সম্পর্কে অনেক সময় আমরা কিছুই জানিনা। তাই যদি সমন্বয় করা হয় , আমরাও জনগণের স্বার্থে সহযোগীতা করতে পারবো।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানও সর্বদা সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, যেহেতু সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা বিলাইছড়ির দায়িত্বে থাকবেন, তাই তার মাধ্যমে সকল উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন হবে। এ জন্য তার সাথে সুবিধা-অসুবিধা যেকোন প্রয়োজনে যোগাযোগ রাখা, এবং জনগণের চাহিদাগুলো আবেদনের প্রেক্ষিতে জানানোর জন্য বলেন।