॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের রূপনগর এলাকায় সরকারি ভবন নির্মান কাজের লে আউট প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে এই নির্মাণ কাজ শুরু হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক, গণপূর্ত বিভাগের প্রকৌশলী জয় বড়ুয়াসহ সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে লে-আউটের কাজে স্থানীয়রা বাধা দিলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের পুণর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেয়ার পর আবারো কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম জানান, এখানে বসবাসকারী সকলেই নিম্ন আয়ের মানুষ। যথাযথ পূনর্বাসনের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
রূপনগর সমাজ কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম বলেন, মঙ্গলবার উপজেলা প্রশাসনের কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে রুপনগর সমাজ কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে আমাদেরকে ক্ষতিপূরণ দেয়ার কথা বললে, আমরা পূনর্বাসের অনুরোধ করি। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পূনর্বাসন করা হবে বলে আশ্বাস প্রদান করে। বুধবার স্থাপনা নির্মানের জন্য কাজ শুরু করে, আমরা অবশ্যই সহযোগিতা করবো। প্রশাসন শীঘ্রি আমাদেরকে যথাযথ পুনর্বাসন করবে বলে আমরা বিশ্বাস করি। মঙ্গলবারের বৈঠকে সমাজ কমিটির সিনিয়র সহ সভাপতি সুজন, সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, সহ সাংগঠনিক সম্পাদক সারোয়ার কামাল ও সদস্য মোঃ আলী উপস্থিত ছিলেন
প্রসঙ্গত, ২০১৯ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়, অডিটোরিয়াম ও রেস্ট হাউজ নির্মাণের জন্য রুপনগর এলাকায় ৪একর ৭৫ শতক জায়গা বন্দোবস্তি দেওয়া হয়।