/সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ/
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) দাওয়াহ সার্কেলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাবিপ্রবি ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) লেকচারার জনাব নাজিম উদ্দিন। এছাড়াও দাওয়াহ সার্কেলের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক জনাব নাজিম উদ্দিন “রমজানের ফজিলত ও তাৎপর্য” শীর্ষক আলোচনা করেন। তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এ মাসে সংযম ও তাকওয়ার মাধ্যমে মানুষ আত্মিক উন্নতি সাধন করতে পারে।” তিনি আরও বলেন, “সিয়াম সাধনা শুধু উপবাস নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি মহান শিক্ষাও দেয়।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনকে খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের ইসলামের শিক্ষা ও মূল্যবোধ চর্চায় অনুপ্রেরণা যোগায়।” অনেকেই ভবিষ্যতে দাওয়াহ সার্কেলের আরও বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
রাবিপ্রবি দাওয়াহ সার্কেলের আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে এবং ইসলামী চেতনাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।