লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে বর্ষবরণ উৎসব

9

॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যক্ষ মেজর মহাসিন কবির, পিএসসি।

উৎসবের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখী গান পরিবেশন, বর্ণাঢ্য র‌্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, এই উৎসব শুধু আনন্দের নয়, এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির ধারাবাহিকতার প্রতীক। আমাদের উচিত এই ঐতিহ্যকে ধরে রাখা এবং আগামী প্রজন্মকে এর গুরুত্ব বোঝানো।

দিনব্যাপী আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।