ইস্টার সানডে ঘিরে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা

3

\ স্টাফ রিপোর্টার \
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলাপ্রশাসনের উদ্যোগে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধিগণের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ। সভায় উপস্থিত পাদ্রীগণ ইস্টার সানডে উৎসবের গুরুত্ব ও ধর্মীয় ভাবগম্ভীরতা সম্পর্কে আলোচনা করেন। পরে জেলাপ্রশাসক ইস্টার সানডে উৎসবটি ধর্মীয় ভাবগম্ভীরতা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় সকল ধরণের সহায়তার আশ্বাস দেন ধর্মীয় নেতাদের, এ সময় ডিসি উৎসবের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা সদর উপজেলার বিভিন্ন হোম ও স্কুল সম্পর্কে সভাকে অবহিত করেন এবং মানোন্নয়নের জন্য জেলাপ্রশাসনের সহযোগিতা কামনা করেন। জেলাপ্রশাসক ওই প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।